চাঁদপুর পুলিশ সুপার কার্যালয় পুকুরে ১২শ’ ভিবিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের পুলিশ সুপার কার্যালয়ের সম্মুখের পুকুরটি সংস্কার হওয়ার পর এই প্রথম ১হাজার ২শ’ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে আনুষ্ঠানিকভাবে মাছের পোনাগুলো পুকুরে অবমুক্ত করেন পুলিশ সুপার (এসপি) জিহাদুল কবির বিপিএম, পিপিএম।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার) মো. মিজানুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশের ওসি নুর হোসেন মামুন ও পুলিশ সদস্যবৃন্দ।

সংষ্কারকৃত পুকুরটিতে স্থানীয় একজন উদ্যোগক্তা ১হাজার ২শ’ রুই, কাতল ও তেলাপিয়া মাছের পোনা দিয়ে সহযোগিতা করেন বলে জানা যায়।

এক সময় পুলিশ সুপার কার্যালয়ের এই পুকুরটিই ছিলো চরম ভোগান্তি। সামান্য বৃষ্টি হলেই পুকুরের পানি টুই টুম্বর হয়ে কার্যালয়ের সামনের সড়ক হাটু সমান পানি হত। পর্যায়ক্রমে এটি সংস্কারের উদ্যোগ নেয়া হয় জেলা পুলিশের পক্ষ থেকে। সর্বশেষ পুলিশ সুপার জিহাদুল কবির এটিকে একটি আধুনিক দৃষ্টি নন্দন পুকুর হিসেবে রূপ দিতে সক্ষম হয়েছেন। এখন বাস্তবে একটি আধুনকি পুকুর এবং মাছের বিচরণ শুরু হলো। বাকী রইলো বেড়ে উঠা মাছ দিয়ে আতিথিয়তা।

একই রকম খবর