চাঁদপুর পৌরসভা নির্বাচন-২০২০ ডাঃ দীপু মনির আহবান

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে অংশ নিতে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা খুব দৌড়ঝাঁপ দিচ্ছেন। তাঁদের অনেকেই বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মন্ত্রীসভার প্রভাবশালী মন্ত্রী শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির আনুকূল্য বা সমর্থন পেতে চাচ্ছেন।

কারণ, তিনি শুধু আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত আস্থাভাজনই নন, তিনি স্থানীয় সরকার নির্বাচনের দলের মনোনয়ন বোর্ডের সদস্যও। তাই তাঁর সমর্থন ও পছন্দ এখানে খুবই গুরুত্বপূর্ণ। সে জন্যে মনোনয়ন প্রত্যাশীরা ডাঃ দীপু মনির সমর্থন পেতে নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কেউ কেউ আগাম নির্বাচনী প্রচারণার বিলবোর্ড ও ফেস্টুনে দীপু মনির ছবি দিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

এ বিষয়টি ডাঃ দীপু মনির নজরেও এসেছে।এ বিষয়ে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি দলের মনোনয়ন প্রত্যাশীদের প্রতি অনুরোধ জানিয়েছেন, নির্বাচন সংক্রান্ত কোনো প্রচারণায় তাঁর (দীপু মনির) ছবি যেনো কেউ ব্যবহার না করেন। সমপ্রতি তিনি দলের কয়েকজন মনোনয়ন প্রত্যাশীকে এ অনুরোধ করেন বলে জানা গেছে। তাঁর এ পরামর্শকে মনোনয়ন প্রত্যাশী এবং দলের নেতারা ভালোভাবেই নিয়েছেন বলে জানা গেছে।

একই রকম খবর