চাঁদপুর পৌরসভার নগর সমম্বয় কমিটির সভা

ইব্রাহিম খান : চাঁদপুর পৌরসভার তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরন প্রকল্পের (UGIIP-3) আওতায় নগর সমম্বয় কমিটি ( TLCC) এর সভা অনুষ্ঠিত হয়েছে।

২৭ নভেম্বর বুধবার দুপুর ১২ টায় চাঁদপুর প্রেসক্লাব ভবনের চিনতলায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর পৌর মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন,সকলের সহযোগীতায় আমরা চাঁদপুরকে একটি শান্তির শহর হিসেবে গড়ে তোলবো।কারন মানুষ যেই অবস্থাতেই থাকুক না কেন তারা চায় শান্তি।আমরাও মানুষের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে বদ্ধপরিকর।ইতিমধ্যে আমরা পৌরবাসীকে সাথে নিয়ে পৌরসভাকে এগিয়ে নিয়ে যাচ্ছি।

তিনি বলেন,এই কমিটির আলোচনার মাধ্যমে আমাদের কাজের গতি আরো বৃদ্ধি পাবে। চাঁদপুর পৌরসভায় কাজ হচ্ছে এবং আগামীতেও ব্যাপক উন্নয়ন হবে। আমরা সকল উন্নয়নমূলক কাজ নিয়ে পরিকল্পনা করছি। চাঁদপুর পৌর একালার সকল স্থানে কাজ করা হচ্ছে। আমি সকল স্থান গুলো নিজে মনিটরিং করবো।

চাঁদপুর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মফিজ উদ্দিন হাওলাদরের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কমিটির সদস্য জীবন কানাই চক্রবর্তী,কমিটির সদস্য ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, চাঁদপুর দোকান মালিক সমিতির সভাপতি মোস্তাক হায়দার চৌধুরী, চাঁদপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ,কমিটির সদস্য শাহজাহান মাতাব্বর প্রমূখ।এসময় কমিটির অন্যান্য সদস্য ও পৌর কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

একই রকম খবর