চাঁদপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে শাড়ি বিতরণ

কামরুল ইসলাম : চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেন, আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি । আগামীতে আরও উন্নয়ন মূলক কাজ করার জন্য সুযোগ করে দিন।

তিনি আরও বলেন, বিগত সরকার আমলে তেমন উন্নয়ন মূলক কাজ হয়নি। কিন্তুু যখনই আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসেছে ঠিক তখন থেকে বাংলাদেশ উন্নয়নের জোয়ারে ভাসছে। বাংলাদেশ বর্তমান মধ্যম আয়ের দেশ। আপনাদের জন্য জননেত্রী শেখ হাসিনা সব সময় কাজ করে যাচ্ছে। এদেশকে দারিদ্রমুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তাই আপনারা আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে পূনরায় ভোট দিয়ে আওয়ামীলীগ সরকারকে ক্ষমতায় আনবেন এটাই আমার প্রত্যাশা ।

৮ জুন তিনি চাঁদপুর পৌরসভাধীন ৮,১২ ও ১৩ নং ওয়ার্ডে দুস্থদের মাঝে শাড়ি বিতরণকালে এ কথা বলেন। এ তিনটি ওয়ার্ডে মোট ৬ শ’ জন মহিলাকে শাড়ি বিতরণ করেন। এ সময় ৮নং ওয়ার্ডের শাড়ি বিতরণকালে উপস্থিত ছিলেন, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গৌবিন্দ,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাবুল,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট জাহিদুল ইসলাম রোমান,সদর থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আইউব আলী বেপারী, ১৩নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আলমগীর গাজী,১২নং ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমান দর্জি,

৮নং ওয়ার্ডের সভাপতি বদিউজ্জামান বদু ভূইয়া,সাধারন সম্পাদক মোঃ বাদশা মিয়া,জেলা ছাত্র লীগের সহ-সভাপতি মোঃ মিলন,জেলা ছাত্রলীগের নেতা মোঃ সোহেল, যুবলীগ নেতা মোঃ সুমন সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

একই রকম খবর

Leave a Comment