চাঁদপুর পৌরসভা পর্যায়ে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

স্টাফ রিপোর্টার : চাঁদপুর পৌরসভা পর্যায়ে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ জুলাই (শনিবার) দুপুরে শহরের হাসানআলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

প্রথমে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা ১-০ গোলে আক্কাসআলী সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। দ্বিতীয় খেলায় বঙ্গবন্ধু টুর্নামেন্টে বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছেলেরা ট্রাইব্রেকারে রেলওয়ে স্কেভেঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। উভয় খেলার ফলাফলে বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

চাঁদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির দপ্তর সম্পাদক সোহাগ প্রধানীয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মানসুর আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি ইছমত আরা শাফি, যুগ্ম সম্পাদক নুরুজ্জামান, দেলোয়ার, মামুন প্রমুখ। খেলা শেষে অতিথিরা বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার ট্রফি তুলে দেন।

একই রকম খবর