চাঁদপুর খবর রিপোর্ট : জাতিসংঘের অন্যতম সহযোগী সংস্থা ইউএনসিডিএফ’র ক্রেডিট রেটিংয়ে সারাদেশের মধ্যে শীর্ষস্থানে রয়েছে চাঁদপুর পৌরসভা।
সংস্থাটি দেশের দশটি স্বনির্ভর ও বিভিন্ন ক্ষেত্রে শীর্ষে থাকা পৌরসভার মধ্যে জরিপ পরিচালনা করে চাঁদপুর পৌরসভাকে শীর্ষস্থানে রেখেছে। এর মাধ্যমে চাঁদপুর পৌরসভা এখন যে কোনো বৃহৎ প্রকল্প গ্রহণের সক্ষমতার স্বীকৃতি পেলো। পাশাপাশি বৃহৎ প্রকল্প গ্রহণের ক্ষেত্রে চাঁদপুর পৌরসভা এখন দেশীয় ও আন্তর্জাতিক যে কোনো অর্থ বিনিয়োগকারী সংস্থা থেকে বিপুল অংকের ঋণ/বিনিয়োগ/বরাদ্দ সুবিধা পাবে।
জাতিসংঘের অন্যতম সংস্থা ইউএনডিপি’র একটি সহযোগী সংস্থা ইউএনসিডিএফ (ইউনাইটেড নেশন ক্যাপিটেল ডেভেলপমেন্ট ফান্ড)। এই সংস্থা বাংলাদেশের প্রথম সারির দশটি পৌরসভাকে নিয়ে গত এক বছর ধরে জরিপ পরিচালনা করেছে। পৌরসভাসমূহের নিজস্ব আয়, আর্থিক ব্যবস্থাপনা, অফিস ব্যবস্থাপনা, কর আদায়, সম্পদ ব্যবস্থাপনা, লাইসেন্স ফি আদায়, স্থানীয় উৎস থেকে সেবা প্রদান, প্রকল্প বাস্তবায়ন প্রভৃতি বিষয়ে দশটি পৌরসভার মধ্যে তুলনা ও সক্ষমতা যাচাই করা হয়। এর মধ্যে অধিকাংশ ক্ষেত্রে প্রথম হয়ে শীর্ষস্থানে রয়েছে চাঁদপুর পৌরসভা।
এই শীর্ষস্থান অর্জনে চাঁদপুর পৌরসভা এখন দেশ-বিদেশের সরকার, দাতা সংস্থা, অর্থ বিনিয়োগকারী প্রতিষ্ঠানের কাছে একটি স্বয়ংসম্পূর্ণ পৌরসভার স্বীকৃতি পেলো। ফলে চাঁদপুর পৌরসভা এখন থেকে বৃহৎ প্রকল্প গ্রহণ করতে পারবে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় অর্থ বিনিয়োগ করবে দেশী-বিদেশী সংস্থা/প্রতিষ্ঠান। পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক দাতা সংস্থা এবং উন্নয়ন সহযোগী সংস্থা/প্রতিষ্ঠান এখানে বড় ধরনের প্রকল্প গ্রহণে অগ্রাধিকার দিবে। বিশেষ করে চাঁদপুর পৌরসভায় বর্তমানে চলমান বিএমডিএফ প্রকল্পের কার্যক্রম ও বরাদ্দ অনেক বৃদ্ধির আশা করা হচ্ছে।
ইউএনসিডিএফ তাদের এই জরিপ কার্যক্রমটি করেছে এমআইএফ (মিউনিসিপ্যাল ইনভেস্টমেন্ট ফাইন্যান্স) নামক পাইলট প্রকল্পের মাধ্যমে। এই প্রকল্পের জেন্ডার অফিসার অসীম কর্মকার উল্লেখিত তথ্য প্রদান করে আরো জানান, ক্রেডিট রেটিংয়ে চাঁদপুর পৌরসভা সারাদেশের মধ্যে শীর্ষস্থান অর্জন করায় সামগ্রিকভাবে পৌরসভার ভাবমূর্তি উজ্জল হবে। পৌরসভার উন্নয়ন ও জনসেবা ত্বরান্তিত হবে।
এ ব্যাপারে চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ বলেন, চাঁদপুর পৌরবাসীর আন্তরিক সহযোগিতা, পৌর পরিষদের গতিশীল নেতৃত্ব ও কর্মকর্তা-কর্মচারীদের কর্তব্যনিষ্ঠার কারণে চাঁদপুর পৌরসভা আজ দেশের অন্যতম শ্রেষ্ঠ পৌরসভা। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থা একের পর শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দিচ্ছে। এই স্বীকৃতি আমাদের কর্মস্পৃহা বাড়াচ্ছে ও অনুপ্রেরণা যোগাচ্ছে।