চাঁদপুর পৌর কাউন্সিলার মাইনুল ইসলাম পাটোয়ারী পিতার জানাজা সম্পন্ন

স্টাফ রিপোর্টার : চাঁদপুর পৌরসভা ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মাইনুল ইসলাম পাটওয়ারী বাবা সাতানী পাটওয়ারী বাড়ি জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম পাটওয়ারী নামাজে জানাজা রবিবার (১০ নভেম্বর ) বাদ জোহর দক্ষিণ গুনরাজদী সাতানী পাটোয়ারী বাড়ী জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

আলহাজ্ব সিরাজুল ইসলাম পাটওয়ারী নামাজে জানাজায় জেলার প্রশাসনিক, রাজনিতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া অঙ্গণেরসহ সর্বস্থরের মানুষের বৈরী আবহাওয়া দিয়ে উপস্থিতি ছিলো লক্ষণীয়।

বাদ জোহর নামাজের পর মরহুমের নামাজে জানাজাপূর্বক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ। জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটোয়ারীর পরিচালনায় আরো বক্তব্য রাখেন চাঁদপুরের অতিক্তি জেলা প্রশাসক (রাজস্ব ) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান,চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান ভূঁইয়া,আওয়ামী সাংগঠনিক সম্পাদক এবং সম্ভাব্য মেয়র আলহাজ্ব তাফাজ্জল হোসেন এসডু পটোয়ারী, যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব মিজানুর রহমান কালু ভূঁইয়া, ইঞ্জিনিয়ার আব্দুর রব ভূঁইয়া, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাক আবদুল আল জামান, জেলা আওয়ামী সদস্য আবু তাহের পাটওয়ারী,থানা যুবলীগের সাবেক সভাপতি মোঃ নাজমুল হোসেন পাটওয়ারী।

মরহুমের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মরহুমে বড় ছেলে চাঁদপুর পৌরসভার ১১ নং ওয়ার্ডে কাউন্সিলর মোঃ মাইনুল ইসলাম পাটওয়ারী।

মেয়র নাছির উদ্দীন আহমেদ বলেন, আমি এই পাটোয়ারী বাড়িতে আসা যাওয়ার কারণে আমি মরহুমা কে ভালো করে চিনি জানি। এবং আজকের এমন একটা দিনে মৃত্যুতেই বলে দেয় তিনি কতটা ভালো মানুষ হতে পেরেছে। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। পাশাপাশি মরহুমের শোকাহত পরিবারের প্রতি গভির সমবেদনা জানাচ্ছি।

এসময় আরো উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী বেপার চাঁদপুর জেলা যুবলীগ সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আবু পাটওয়ারী, মোঃ মাহফুজুর রহমান টুটুল ভূঁইয়া, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষা অনুরাগী আঃ শুকুর মাস্তান, এডভোকেট শাহজাহান খান, রাফিউস সাহাতাত ওয়াসিম পাটওয়ারী, চাঁদপুর পৌরসভার ১ নং ওয়ার্ডে কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝী, ৮ নং নাছির আহমেদ চোদ্দার ১২ নং ওয়ার্ডে কাউন্সিলর হাবিব দর্জি, পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি খোরশেদ হাওলাদার, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ এমরান হোসেন উজ্জ্বল পাটোয়ারীসহ প্রমূখ।

প্রসঙ্গত রবিবার ১০ নভেম্বর সকাল ৬টা ৩০ মিনিটে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি ৪ ছেলে স্ত্রী সহ আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাজার নামাজ শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

একই রকম খবর