চাঁদপুর পৌর মেয়রের নির্দেশে ব্যাটারি চালিত রিক্সার জব্দকৃত ব্যাটারি ধ্বংস

স্টাফ রিপোর্টার : চাঁদপুর পৌরসভার মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহম্মেদ এর নির্দেশে পৌর ট্রাফিক বিভাগ ব্যাটারি চালিত অবৈধ রিক্সা থেকে জব্দকৃত ব্যাটারি ধ্বংস করা হয়েছে। সোমবার (২৪ জুন) বিকেলে পৌরসভা প্রাঙ্গণে ৫৪ টি ব্যাটারি ধংশ করা হয়।

এবিষয়ে পৌর ট্রাফিক বিভাগের লাইসেন্স পরিদর্শক মোঃ মোশাররফ হোসেন জানায়, মেয়র নাছির উদ্দিন আহম্মেদ এর নির্দেশে অভিযান পরিচালনা করে ব্যাটারি চালিত অবৈধ ৫৬ টি রিকসা থেকে জব্দকৃত ৫৪ টি ব্যাটারি ধ্বংস করা হয়েছে।

ব্যাটারি চালিত রিক্সা ও অটোরিকশার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

একই রকম খবর