চাঁদপুর পৌর শহীদ জাবেদ উবিতে জেলা পুলিশের মুক্ত আলোচনা সভা

এম এম কামাল : চাঁদপুর পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সথে ট্রাফিক আইন, ইভটিজিং ও সোশ্যাল মিডিয়া সম্পর্কে পুলিশের মুক্ত মুক্ত আলোচনা মঙ্গলবার (২৩ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন।

তিনি বক্তব্যে বলেন, শিক্ষার্থীদেরকে নৈতিক শিক্ষা শিক্ষিত করতে হবে। কারণ অপরাধ প্রবনতা বেড়েই চলছে। স্কুল সময়ে মোল হেডে শিক্ষার্থীদেরকে দেখা যায় এবং স্কুলের ছেলেরাও আড্ডা দেয়। এটা একেবারেই কিন্ত ঠিক নয়। তাই তোমরা এ কাজ থেকে বিরত থাকতে হবে। তোমরা তোমার সহপাঠীর সাথে আড্ডা দাও, কিন্তু একজন বখাটে ছেলের সাথে আড্ডা থেকে বিরত থাক। তাহলে তুমি নিজে, তোমার পরিবার ও সমাজ ভাল থাকবে।
তিনি আরো বলেন, চান্দ্রায় একটি মেয়ে ইভটিজিং এর শিকার হয়ে আত্মহত্যা করেছে। কিন্তু সে মেয়েটি আগে পুলিশকে জানায়নি। তাই তোমার পরিবারের কেউ ইভটিজিংকের শিকার হলে ৯৯৯ ফোন করবে। আর নিজেরে ইভটিজিং এর মতো অপরাধ থেকে বিরত থাকবে।

তিনি বলেন, রামুতে বৌদ্ধ মন্দির ভাঙ্গার বিষয়টি ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এখন আবার গলাকাটার বিষয়টি ফেসবুকের মাধ্যমে একটি চক্র ভুল ব্যাখা দিয়ে সমাজ ও দেশে অরাজতার সৃষ্টি করছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওমর ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর আয়শা রহমান, ট্রাফিক সার্জন সুব্রত চক্রবর্তী। অনুষ্ঠান পরিচালনা করেন এসআই মোঃ ইসমাইল হোসাইন জুয়েল।

একই রকম খবর