সাইদ হোসেন অপু চৌধুরীঃ চাঁদপুর পৌর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ।
তিনি তার বক্তব্যে বলেন ২০ ও ২১ ডিসেম্বর পূর্বে ইউনিয়নের ওয়ার্ড থেকে শুরু করে আওয়ামীলীগসহ সকল অঙ্গসহযোগী সংগঠনের সম্মেলন শেষ করতে হবে। দীর্ঘদিন সস্মেলন না হলে সংগঠনের কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। তাই তিন বছর পর পর সম্মেলন করার বিধান রয়েছে। তাই সুন্দরভাবে সম্মেলন করে দলকে সুসংগঠিত করুন। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করবো শেখ হাসিনার নেতৃত্বে। চাঁদপুর জেলা আওয়ামী লীগ এক ও অভিন্ন। আমাদের মধ্যে কোন দ্বিধা-দ্বন্দ্ব নেই।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। আওয়ামীলীগ যুদ্ধে নেতৃত্ব দেওয়া দল এর সেনাপতি ছিলেন বঙ্গবন্ধু। অামরা বিজয়ী ও বীরের জাতি। বঙ্গবন্ধু চেয়েছিলেন বাংলাদেশ হবে বিশ্বে উন্নত রাষ্ট্রের মধ্যে অন্যতম। তার সেই স্বপ্ন বাস্তবায়ন করছেন তার সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি আরো বলেন জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার প্রধান কারিগর। বঙ্গবন্ধুর হত্যার বিচার যাতে না হয় সেজন্য জিয়উর রহমান সংসদে বিল পাশ করে। জিয়াউর রহমান গোলাম আজমে পাকিস্থান থেকে এনে দেশে রাজনীতি করার সুযোগ করে দেয়। পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোবিন্দ গোপের সভাপতিত্বে আমিনুর রহমান বাবুলের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।
পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুলের পরিচালনায় মতবিনিময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মোঃ বিল্লাল আখন্দ, সিনিয়র যুগ্ম সম্পাদক আহসান উল্লাহ আখন্দ, সাংগঠনিক সম্পাদক এডঃ মজিবুর রহমান ভূঁইয়া, শিক্ষা ও মানবকল্যাণ বিষয়ক সম্পাদক এডঃ জিল্লুর রহমান জুয়েল, পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি হাজী আবুল কাশেম গাজী। ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি নূর মোহাম্মদ পাটোয়ারী, তৈমুর হাসান টিপু সাংগঠনিক সম্পাদক ফজলু মিজি প্রমূখ।