চাঁদপুর পৌর ১২নং ওয়ার্ড আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ বলেছেন, আওয়ামী লীগ অনেক প্রতিকূলতা পেরিয়ে আজ এই অবস্থানে এসেছে। জিয়াউর রহমান দুশ্চরিত্র লোকদের নিয়ে রাজনীতি করেছেন। এই এলাকায় আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা খুবই দূর্বল। ২০১৪ সালে এই এলাকায় বিএনপি-জামাতের লোকজন পেট্টোল বোমা দিয়ে অরাজকতা সৃষ্টি করেছে। বিএনপি-জামাতের দুস্কৃতিকারীদের আরো কোনো সুযোগ দেয়া হবে না।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেল ৪টায় হাজী বাড়ী প্রাঙ্গনে ১২নং ওয়ার্ড চাঁদপুর পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এই ওয়ার্ডে আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে বুঝিয়ে দিতে চাই, এই এলাকা, পুরো পৌর এলাকা নৌকা এবং শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির ঘাঁটি। আমরা সাধারণ মানুষের ভালোবাসা নিয়ে আওয়ামী লীগ সু-সংগঠিত করেছি।

মেয়র বলেন, আমাদের জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ ও দুর্নীতিবাজ প্রতিরোধ করার জন্য জিরো ট্রলারেন্স ঘোষণা করেছেন। আমরা বঙ্গবন্ধুর সৈনিক। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। দলের মধ্যে ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে। দুষ্টু গোয়ালের চাইতে শূন্য গোয়াল অনেক ভাল। যারা এই কমিটি ঘোষণা করবেন, তাদের কাছে আমার অনুরোধ ২৫% মহিলাদেরকে কমিটিতে রাখবেন। কেউ নেতা হওয়ার জন্য দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না।

নাছির উদ্দিন আহমেদ মঙ্গলবার বিকেলে ৯নং ওয়ার্ডে হামলা ও আহতের ঘটনাটির বিষয়ে দু:খ প্রকাশ করেন। যারা এই ঘটনার সাথে জড়িত, তারা কেউই আমাদের সংগঠনের লোক না। তারা ওই এলাকার লোক এবং তাদের নিজেদের মধ্যে এই ঘটনা ঘটিয়েছে।

ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. আবু জাফর খানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ ভুঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আলহাজ আবু নঈম পাটওয়ারী দুলাল।

আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল।

সাবেক ছাত্র নেতা জিল্লুর রহমান জুয়েল বক্তব্যে বলেন, গত টানা ১১ বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছেন। কেউ আওয়ামী লীগের নাম ভেঙে অপকর্ম করবেন না। অন্য দলের লোক কোনভাবেই যেন আওয়ামী লীগে প্রবেশ করতে না পারে। যাদেরকে ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃত্বে আনবেন, তারা যেন অবশ্যই সকলের কাছে গ্রহনযোগ্য হয়। কারণ তাদের নেতৃত্বে এই ওয়ার্ডে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সু-সংগঠতি হবে।

উদ্বোধকের বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) রাধা গোবিন্দ গোপ এবং প্রধান বক্তার বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল।

আরো বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী, পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম গাজী, নুরুল ইসলাম নুরু, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন মিজি, সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম, ওয়ার্ড যুবলীগের সভাপতি সোহেল আহাম্মেদ মিজি।

উপস্থিত ছিলেন ১২নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান দর্জি, ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজি, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি ইমরান খান শাওন, আল-আমিন মিজি আমান, ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হোসেনসহ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।

সম্মেলনের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মো. নুরুন্নবী জামাদার। এরপরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এছাড়াও বিজয়ের মাস হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে একমিনিট নীরবতা পালন করা হয়।

একই রকম খবর