সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুর পৌর ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে চাঁদপুর বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ।
তিনি তার বক্তব্যে বলেন, আমাদেরকে নিজেদের অধিকার নিজেরাই প্রতিষ্ঠিত করতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে দেশের পরিস্থিতি পাল্টে গেছে। আজকে মানুষের কাছে আওয়ামী লীগ সরকার আস্থা অর্জন করে নিয়েছে। এ সরকারের আমলে যে উন্নয়ন হয়েছে, তা কোন সরকারের আমলে এত উন্নয়ন মানুষ দেখেনি। এ সরকার মানুষের জন্য কাজ করে, মানুষের পাশে থাকে।
তিনি আরো বলেন, সম্মেলনের মাধ্যমে দলের গতিশীলতা বাড়ে। প্রতিযোগিতা থাকবে কিন্তু আমরা প্রতিহিংসার রাজনীতি করবো না। আমরা সম্মেলনের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো। ১৪নং ওয়ার্ড যে সম্মেলন করেছে, এভাবে সব সময় আপনাদের একত্রিত দেখতে চাই। আমরা চাঁদপুরকে একটি সুন্দর শহরে রূপান্তরিত করতে চাই। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে আমরা অনেক দুর এগিয়ে গিয়েছি। আমাদের সকল উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।
চাঁদপুর পৌর ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. খাইরুল ইসলাম নয়নের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী, সহ-সভাপতি মো. শহিদুল্লাহ। চাঁদপুর পৌর ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হোসেন পাটওয়ারীর পরিচালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন চাঁদপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল। এ সময় বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী আরশ্বাদ মিয়াজী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী , শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক এডভোকেট জিল্লুর রহমান জুয়েল, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাশেম গাজী, যুগ্ম সম্পাদক মাহমুদ আহমেদ মিঠু, পৌর যুবলীগের আহ্বায়ক আব্দুল মালেক শেখ প্রমুখ।