সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর সভার মেয়র নাছির উদ্দিন আহমেদ বলেছেন, জিয়াউর রহমান দেশের যে ক্ষতি করেছে, তা বলে শেষ করা যাবে না। তার ধারবাহিকতায় এরশাদও সে পথে হেঁটেছে। আমরা জননেত্রী শেখ হাসিনাকে দীর্ঘ মেয়াদি ক্ষমতায় রাখতে চাই। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের দায়িত্ব হচ্ছে, জনগণের কাজে গিয়ে সরকারের অর্জনগুলো তুলে ধরা।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় ষোলঘর ওয়াপদা মাঠে ১৫ নং ওয়ার্ড চাঁদপুর পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, কোন অনুপ্রবেশকারী যাতে করে আওয়ামী লীগে না ডুকতে পারে সেই বিষয়ে সতর্ক থাকবেন। কারণ তারা দলে প্রবেশ করে দলীয় শৃঙ্খলা ভঙ করে এবং তাদের কার্যক্রমে আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। আগামীতে জামায়াত-বিএনপির কোন ধরণের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। দলের প্রতিটি ইউনিটে সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব তৈরী হবে ।
১৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোজাম্মেল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম মৃধার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আলহাজ আবু নঈম পাটওয়ারী দুলাল। তিনি বক্তব্যে বলেন, এই ওয়ার্ডের আয়তন কত, ওয়ার্ডের জনগণের সমস্যা কি? এগুলোকি আপনারা কখনো দেখেছেন।
১৫ নং ওয়ার্ডে আ’লীগের কাউন্সিলর নেই। শষ্যের মধ্যে ভূত আছে। যার কারণে কাউন্সিলর নেই। ভাল কাজের মানুষদেরকে আপনারা মূল্যায়ন করেন না। এই ওয়ার্ডে যেসব মা বোন রয়েছে, তাদের কাছে আপনাদের যেতে হবে। তাদের কাছে গিয়ে সরকার বিধবা, বয়স্ক, প্রতিবন্ধি ইত্যাদি ভাতা দিয়ে সহযোগিতা করছে বিষয়গুলো তুলে ধরতে হবে।
তিনি আরো বলেন, নেতৃত্ব নির্বাচন করার ক্ষেত্রে দায়িত্বটা আপনাদের। কারণ কে কোন দল করে। কোন লোকটি যোগ্যতা সম্পন্ন এটি খোঁজ করে বের করার দায়িত্ব আপনাদের। আমরা হঠাৎ করে এসেত কোন লোককে চিহ্নিত করতে পারবো না। জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক অ্যাড. জিল্লুর রহমান জুয়েল বক্তব্যে বলেন, আমরা সম্মেলনের মাধ্যমে যোগ্য নেতা নির্বাচন করবো। যাতে করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের সমন্বয়ে ওয়ার্ড একটি শক্তিশালী অবস্থান তৈরী হয়। আরেকটি বিষয়ও লক্ষ্য রাখতে হবে যারা নির্বাচিত হয়ে নেতা হয়েছেন, কিংবা হবেন তাদের মধ্যে কোন বিবাদ থাকতে পারবে না। সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন।
আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আহসান উল্যাহ আখন্দ, সাংগঠনিক সম্পাদক আলহাজ তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, সদর উপজেলা যুবলীগের আহবায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন, যুগ্ম আহবায়ক শিমুল হাসান সামনু, পৌর যুবলীগ সদস্য অ্যাড. কবির হোসেন চৌধুরী, জেলা ছাত্রলীগ নেতা রাকিব হোসেন, ছাত্রলীগ নেতা রাসেল আখন্দ প্রমূখ।
সম্মেলনের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন আব্দুল্লাহ জামে মসজিদের ইমাম মো. আল-আমিন। সম্মেলনের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোণ করেন অতিথিবৃন্দ। এছাড়াও মহান বিজয়ের মাস হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে একমিনিট নিরবতা পালন করা হয়।