স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ বলেছেন, সকালের সূর্যে বলে দিবে আজকের দিনটা কেমন যাবে। ঠিক তেমনি ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ এর আয়োজন দেখে বুঝা যাচ্ছে তাদের মধ্যে সমন্বয় আছে। এভাবে আগামীতে আপনারা সকলে একত্রিত হয়ে সংগঠনকে শক্তিশালী করবেন এবং সকল দলীয় কর্মসূচিতে অংশ গ্রহন করবেন। এক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীদেরও নেতৃত্বে এগিয়ে আনতে হবে। তৃণমূলেও নারীদেরকেও মূল্যায়ন করতে হবে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকাল ৪টায় শহরের মাইক্রো স্ট্যান্ড (পুরাতন বাসস্ট্যান্ড) এ ৯নং ওয়ার্ড চাঁদপুর পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আজ ৩ ডিসেম্বর। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছে ৯০ গণআন্দোলনের শাহাদাৎবরণকারী শহীদ জিয়াউর রহমান রাজুকে। আমি তার রুহের মাগফেরাত কামনা করি। একই সাথে ১৯৭১ সালে যারা শহীদ হয়েছেন তাদের প্রতিও আমার গভীর শ্রদ্ধা।
মেয়র বলেন, বঙ্গবন্ধুর শাহাদাৎ বরণের পর জিয়াউর রহমান খন্দকার মোশতাকের সাথে আতাত করে বহুদলীয় গণতন্ত্রের নামে তৎকালীন জামায়াতের নেতা নিজামী ও গোলাম আজমকে পৃষ্ঠপোষকতা করে। আর তার ধারাবাহিকতায় খালেদা জিয়া তাদেরকে এমপি, মন্ত্রী বানিয়েছে এবং তাদের গাড়ীতে পতাকা তুলে দিয়েছে।
ওয়ার্ড আ’লীগের সভাপতি আব্দুল মতিন বকাউল বিএসসির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিন্টু মাঝির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আলহাজ আবু নঈম পাটওয়ারী দুলাল।
তিনি বক্তব্যে বলেন, ৯নং ওয়ার্ড আওয়ামীগের মধ্যে মহিলা আওয়ামী লীগ অনেক শক্তিশালী। পুরুষদেরকেও আরো সক্রিয় হতে হবে। বর্তমান সরকার হত দরিদ্রের পাশে থাকার সরকার। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়া সরকার। যারা আওয়ামী লীগের নামে অপপ্রচার করেছে, তাদেরকে চিহ্নিত করতে হবে।
তিনি আরো বলেন, জামায়াত-শিবিরের একটি চক্র ভুয়া ফেসবুক আইডি ও বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি চড়াচ্ছে। আপনারা এই ধরণের মিথ্যা প্রচার থেকে বিরত থাকবেন এবং এইসব তথ্য শেয়ার করবেন না।
উদ্বোধকের বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ। প্রধান বক্তার বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল।
আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম নুরু, মহিলা কাউন্সিলর ফরিদা ইলিয়াছ, ৯নং ওয়ার্ড কাউন্সিলর বিল্লাল হোসেন মাঝি, ছাত্রলীগ নেতা আরমান হোসেন, মাসুদ পাটওয়ারী প্রমূখ।
সম্মেলনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, মহিলা যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সম্মেলনের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন রোটা. হাজী আবুল কাশেম গাজী। এরপর জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দ এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একমিনিট নিরবতা পালন করা হয়।