স্টাফ রিপোর্টার : চাঁদপুর প্রেসক্লাবের ৩য় তলার সেমিনার কক্ষে সাংবাদিকদের ঐক্যের প্রতীক চাঁদপুর প্রেসক্লাবের ২০১৯ সালের অর্ধ-বার্ষিক সাধারণ সভা শুক্রবার ( ২৮ জুন) সকাল ১১টায় সম্পন্ন হয়েছে।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটোয়ারীর সভাপ্রধানে এবং সাধারণ সম্পাদক ল²ন চন্দ্র সূত্রধরের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন চাঁদপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এএইচএম আহসান উল্যাহ ও গীতা পাঠ করেন সাধারণ সম্পাদক ল²ন চন্দ্র সূত্রধর।
সভায় বিগত বার্ষিক সভার রেজুলেশন, বর্তমান কমিটির অর্ধ-বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন যথাক্রমে সভাপতি শহীদ পাটোয়ারী ও সাধারণ সম্পাদক ল²ন চন্দ্র সূত্রধর এবং জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত আয় ব্যয়ের খতিয়ান সভায় অবহিত করেন অর্থ সম্পাদকের পক্ষে সভাপতি শহীদ পাটোয়ারী।
সভায় গুরুত্বপূর্ণ বেশ কিছু এজেন্ডাসমূহ নিয়ে দীর্ঘ আলোচনায় অংশ নেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব অ্যাড. ইকবাল বিন বাশার, ইকরাম চৌধুরী, কাজী শাহাদাত, গোলাম কিবরিয়া জীবন, শাহ মোঃ মাকসুদুল আলম, বিএম হান্নান, শরীফ চৌধুরী ও ইকবাল হোসেন পাটোয়ারী, সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, রহিম বাদশা, সোহেল রুশদী, জিএম শাহিন ও মির্জা জাকির, যুগ্ম সাধারণ সম্পাদক আল ইমরান শোভন, আব্দুল আউয়াল রুবেল ও আলম পলাশ, আজীবন সদস্য তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম, এম এ লতিফ ও এএইচএম আহসান উল্যাহ, কার্যকরি সদস্য মোশারফ হোসেন লিটন, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক রিয়াদ ফেরদৌস, প্রচার সম্পাদক শাহাদাত হোসেন শান্ত, তথ্য ও প্রযুুক্তি সম্পাদক ইব্রাহিম রনি, সাধারণ সদস্য কাদের পলাশ, শওকত আলী প্রমুখ। সভায় বিভিন্ন প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে বেশ ক’টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়।
এ ছাড়াও সভায় জানানো হয় চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর পিতা অ্যাডভোকেট তাহের হোসেন রুশদীর প্রথম মৃত্যুবার্ষিকী আগামী ৪ জুলাই বৃস্পতিবার । ওইদিন বাদ জোহর (দুপুর দেড়টায় )মরহুমের শাহতলীস্থ রুশদী বাড়ীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।
উক্ত দোয়া অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে চাঁদপুর প্রেসক্লাবের সকল পর্যায়ের সম্মানিত সদস্যদের অনুরোধ জানিয়েছেন সভাপতি শহীদ পাটওয়ারী ।