স্টাফ রিপোর্টার : চাঁদপুর প্রেসক্লাবের ২০১৯ সালের কার্যকরী কমিটির ষষ্ঠ সভা গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি শহীদ পাটোয়ারী।
সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ ও বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর। সভায় গুরুত্বপূর্ণ যে কটি বিষয় আলোচনা হয় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে : প্রেসক্লাবের ২০২০ সালের নতুন কার্যকরী কমিটি এবং বিভিন্ন উপ-কমিটি সভায় উপস্থাপন করা হয়।
এছাড়া বছরব্যাপী উদ্যাপিত কর্মসূচি অবহিতকরণ, আসছে মুজিববর্ষে সম্ভাব্য কর্মসূচি উপস্থাপন এবং প্রেসক্লাবের গঠনতন্ত্রের অনুচ্ছেদ ২২ বিষয়ে আলোচনা হয়।
সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, কাজী শাহাদাত, গোলাম কিবরিয়া জীবন, শরীফ চৌধুরী, ইকবাল হোসেন পাটোয়ারী, সাবেক সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মিলন, রহিম বাদশা, সোহেল রুশদী, জিএম শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক মুনির চৌধুরী, আব্দুল আউয়াল রুবেল, আল ইমরান শোভন, সাংগঠনিক সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, এমএ লতিফ, প্রচার সম্পাদক শাহাদাত হোসেন শান্ত, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক রিয়াদ ফেরদৌস, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইব্রাহিম রনি, আন্তর্জাতিক সম্পাদক মোঃ জাকির হোসেন প্রমুখ।