চাঁদপুর প্রেসক্লাবে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার : শনিবার চাঁদপুর ক্লাবে একটি বিয়ের অনুষ্ঠানে যোগদান শেষে চাঁদপুর প্রেসক্লাবে আসেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ. আ. ম. রশিদুল ইসলামের নেতৃত্বে একদল সাংবাদিক।

তাঁদেরকে ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুর প্রেসক্লাবের সেক্রেটারী ল²ণ চন্দ্র সূত্রধর। তাঁর সাথে ছিলেন ক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত ও গোলাম কিবরিয়া জীবন।

এ সময় অতিথি সাংবাদিকবৃন্দ চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এঁরা হচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি ছাড়াও সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাদেকুর রহমান, মানব জমিনের স্টাফ রিপোর্টার জাবেদ রহিম বিজন, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মোশারফ হোসেন বেলাল, কার্যকরী সদস্য মজিবুর রহমান খান ও খন্দকার শফিকুল ইসলাম।

তাঁরা চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আমন্ত্রণ জানান এবং চাঁদপুর প্রেসক্লাবের আতিথেয়তা ও বিশালতায় মুগ্ধ হন। তাঁরা সাংবাদিকদের অধিকার ও স্বার্থরক্ষায় একযোগে কাজ করার আহŸান জানান।

একই রকম খবর