চাঁদপুর ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের কার্যকরি পরিষদের সভা

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার কার্যকরি পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে।

৩০ এপ্রিল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কস্থ কর্ণার প্লাজায় সংগঠনের কার্যালয়ে (অস্থায়ী) এ সভা অনুষ্ঠিত হয়।

এসোসিয়েশনের সভাপতি একে আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তালহা জুবায়েরের সঞ্চালনায় সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সহ-সভাপতি এমএম কামাল।

পরে বিগত সভার কার্যবিবরণ পাঠ, সিদ্ধান্ত ও অগ্রগতি তুলে ধরেন সাধারণ সম্পাদক তালহা জুবায়ের। এরপর পাঠিত কার্যবিবরণের উপর উপস্থিত কার্যকরি পরিষদের সদস্যগণ মতামত ও পরামর্শ তুলে ধরে বক্তব্য রাখেন, সংগঠনের সাবেক সভাপতি এমএ লতিফ, বর্তমান পরিষদের সিনিয়র সহ-সভাপতি কেএম মাসুদ, সহ-সভাপতি এমএম কামাল, যুগ্ম সম্পাদক আশিক বিন রহিম, কোষাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান গাজী, কার্যকরি সদস্য বাদল মজুমদার, কেএম সালাউদ্দিন প্রমুখ।

সভায় সংগঠনকে গতিশীল ও শক্তিশালি করার লক্ষে বিবিধ আলোচনা ছাড়াও আসন্ন পবিত্র মাহে রমজানে ইফতার মাহফিল, বার্ষিক সাধারণ ও সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।

একই রকম খবর

Leave a Comment