চাঁদপুর বিআইডাব্লিউটিএ সওজ বিভাগের এই কি হাল!

স্টাফ রিপোর্টার : দেশের নদী বন্দরের মধ্যে চাঁদপুর নদী বন্দরও কম গুরুত্ব নয়। জেলার মতলব উত্তর, মতলব দক্ষিণ, চাঁদপুর সদর ও হাইমচর উপজেলায় প্রায় ৯০ কিলোমিটার নদী উপকূলীয় এলাকা।

এইসব এলাকায় নৌ-যান চলাচলের দায়িত্বে রয়েছেন সরকারের বিআইডাব্লিউটিএ। কিন্তু এই সংস্থার কাজগুলো সঠিকভাবে পরিচালনা না হওয়ার কারণে তাদের অনেক করুন চিত্র দেখতে হয় চাঁদপুরবাসীর।

সম্প্রতি চাঁদপুর শহরতলীর আনন্দ বাজার এলাকায় গিয়ে দেখাগেছে নৌ-যানের সীগনালে ব্যবহৃত ‘বিকন’টি গত কয়েক বছর কাত হয়ে মাটিতে পড়ে আছে। কিন্তু এটি মেরামত করা কিংবা সোজা করে দাঁড় করিয়ে রাখার জন্য অদ্য পর্যন্ত কেউ আসেননি।

স্থানীয় জেলে ও মৎস্য ব্যবসায়ীদের সাথে আলাপ করলে তারা জানান, কমপক্ষে গত দুই থেকে আড়াই বছর আগে এই বিকনটি কাত হয়ে পড়ে আছে। কিন্তু এটি মেরামত কিংবা সোজা করে দাঁড় করানোর জন্য কেউ আসেননি। এখনকার সাধারণ মানুষও সরকারি জিনিস মনে করে এটাতে কেউ হাত লাগয় না।

খোঁজ নিয়ে জানাগেছে, বিআইডাব্লিউটিএর নৌ সওজ বিভাগ এই বিকন সংরক্ষণের দায়িত্বে রয়েছেন। কিন্তু তারা বিষয়টি কোনভাবে আমলে নেননি। যার কারণে বিকন থেকে নৌযানগুলো যে সংকেত পাওয়ার কথা তা থেকে বঞ্চিত রয়েছেন। পাশেই দেখাগেছে প্রাকৃতিক দূর্যোগ শুরু হলে ওই স্থানটিতে বহু সংখ্যক লাইটার জাহাজ নোঙ্গর করে অবস্থান করেন।

একই রকম খবর