স্টাফ রিপোর্টার : চাঁদপুর বিআরটি’র পেশাজীবী গাড়ীচালকদের ট্রাফিক আইন, ট্রাফিক সাইন, ট্রাফিক সিগনাল সম্পর্কে ধারনাসহ সচেতনতা ও দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা ২০১৮ পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে।
২৪ মে বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় চাঁদপুর বিআরটি’র সার্কেল সহকারী পরিচালক (ইঞ্জিঃ) শেখ মো. ইমরানের সভাপতিত্বে মোটরযান পরিদর্শক মো. জিয়া উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল আল মাহমুদ জামান।
এ সময় তিনি চালকদের উদ্দেশ্যে বলেন, গাড়ী চালালে গাড়ী সাবধানে চালাতে হবে। কোন ভাবে গাড়ি অসাবধানে চালানো যাবে না। মানুষের জীবন অনেক মূল্য অনেক, একজন চালকের হাতে শত শত মানুষের দায়িত্ব নির্ভর করে। বিআরটিএ কোন অদক্ষ্য চালকের হাতে লাইসেন্স তুলে দেয় না। পেশাগত ড্রাইভাররা সঠিক ভাবে প্রশিক্ষণ গ্রহণ করে ড্রাইভিন লাইসেন্স নিতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সেপেক্টর মোঃ নাছির উদ্দিন, শ্রমীক নেতা আবুল কালাম মন্টু প্রমুখ।