স্টাফ রিপোটার : চাঁদপুর বিচার বিভাগের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা জজ আদালত ভবনের ২য় তলায় ইফতার মাহফিলে বিচার বিভাগ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আইনজীবী, জেলা জজশীপের ও জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেসির কর্মকতা এবং কর্মচারীগন এতে অংশ নেন।
জেলা জজশীপ এবং জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেসীর আয়োজনে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ মোঃ জুলফিকার আলী খাঁন। অনন্যর মধ্যে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দম ট্রাইবুন্যালের বিচারক ( জেলা জজ ) মাহমুদুল কবীর, যুগ্ম জেলা জজ ১ম আদালত মিজানুর রহমান ভুইয়া, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নুরে আলম,
অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ সরোয়ার আলম, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ ওচমান গনি পাটওয়ারী, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) মাইনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ পারভেজ চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ শেখ জহিরুল ইসলাম, সাধারন সম্পাদক অ্যাডঃ শাহাদাত হোসেন সহ অনন্যরা।