চাঁদপুর বিবেকানন্দ যুব সংঘ ও জয়ধ্বনির বর্ষবরণ

স্টাফ রিপোর্টার ঃ বিবেকানন্দ যুব সংঘ চাঁদপুর জেলা শাখা ও জয়ধ্বনি সংগীতায়ন যৌথভাবে বর্ষবরণ অনুষ্ঠান পালন করেছে।  বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তাদের এই বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সান্ধ্যকালীন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ।

এ সময় তিনি বলেন, আমরা বাঙালি। বাঙালি সংস্কৃতিতে আমরা দাঁড়িয়ে আছি। জাতির জনকের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জণ করি। আর তাঁর নেতৃত্বেই বাংলাদেশ থেকে সাম্প্রদায়িক শক্তিকে কবর দেওয়া হয়েছিল। জাতির জনককে হত্যার মধ্যদিয়ে আবারও এদেশে সাম্প্রদায়িক চক্র মাথা চাড়া দিয়ে উঠছিল। এই সাম্প্রদায়িক শক্তিকে অংকুরে বিনাশ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পহেলা বৈশাখ রাষ্ট্রীয়ভাবে পালন করে সরকারি কর্মকর্তাদেরকে বৈশাখী ভাতা দিয়ে যাচ্ছেন। মুক্তিযুদ্ধের চেতনায় আমরা পহেলা বৈশাখ উদ্যাপন করি। সাম্প্রদায়িকতা প্রাণহানির ঘটনা আমরা আর দেখতে চাই না। ১৪২৫ সাল আমাদের ভালোই গিয়েছি।

চলতি ১৪২৬ সাল আরো ভালো যাবে। সারা দেশের মধ্যে চাঁদপুরে সংস্কৃতি অঙ্গন অনেক উর্বর। সবদিক থেকে আমরা তা ধরে রাখব। আমি ১৪ বছর ধরে মেয়র হিসেবে চাঁদপুর পৌরসভায় রয়েছি। আমি সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে চাঁদপুর পৌরসভা থেকে সবসময় সহায়তা করে যাচ্ছি এবং আগামীতেও করব।

অ্যাড. বিনয় ভূষণ মজুমদারের সভাপতিত্বে ও জয়ধ্বনির অধ্যক্ষ সুদীপ তন্ময়ের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, এনএসআই যুগ্ম পরিচালক আজিজুল হক, জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ, সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধক তাপসী রাণী ভৌমিক, গণসংগীত শিল্পী মনোজ আচার্যী, শাহআলম মিয়া, বিবেকানন্দ যুব সংগঠনের সভাপতি জয়রাম রায়, জয়ধ্বনির কর্মকর্তা চন্দনাথ ঘোষ চন্দন, বিবেকানন্দ যুব সংঘের সাধারণ সম্পাদক পলাশ মজুমদার জয়ধ্বনির কর্মকর্তা সুরজিত কর।

পরে অতিথিগণ মঙ্গল প্রদ্বীপ প্রজ্জলন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সাধনা সরকার, সুদীপ তন্ময়, ডানা দেবনাথ, ফারহানা ইয়ামিন, তিথি ভট্টাচার্য্য, সঞ্জিত দে, জাহাঙ্গীর আলম, নাছের খান, জাহিদ নয়ন, পলাশ দেয়, মাহফুজুর রহমান, সুরজিত কর। নৃত্য পরিবেশন করে কুহু, ¯েœহা ও শৈলী।

একই রকম খবর

Leave a Comment