চাঁদপুর বিষ্ণুদী রোডে এক মহিলার স্বর্ণ-গহনা ছিনতাই’র অভিযোগ

স্টাফ রিপোর্টার : জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাঁদপুর শহরের বিষ্ণুদী রোডে দিনে দুপুরে এক অসহায় মহিলার স্বর্ণ-গহনা ছিনতাই ও শ্লীতাহানীর অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে নির্যাতিত ও ক্ষতিগ্রস্থ মহিলা জীবনী বেগম, স্বামী-সোরোওয়ার্দী, পিতা-আইয়ুব আলী খন্দকার, সাং-বিষ্ণুদী, কলিম উদ্দিন খন্দকার বাড়ী, থানা ও জেলা-চাঁদপুর, চাঁদপুর সদর মডেল থানায় বাদী হয়ে একখানা অভিযোগ দায়ের করেছে।

ঘটনার বিবরণে ও অভিযোগ থেকে জানা যায়, চাঁদপুর শহরের বিষ্ণুদী রোডের খন্দকার বাড়ীর রফিক গাজী গং দের সাথে একই বাড়ীর বাদী জীবনী বেগমের জায়গা-জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলছে। গত ১৭/০৪/২০১৯ইং দুপুর ২ টায় বাদী জীবনী বেগম ইসলামী ব্যাংক থেকে ঘর বাড়ী তৈরী করার জন্য ১,৭৫,০০০/-(এক লক্ষ পঁচাত্তর হাজার) টাকা উত্তোলন করে বাড়ী আসার পথে বিষ্ণুদী রোডে শামসুল হক মেম্বারের মার্কেটের সামনে আসলে প্রতিপক্ষ সবুজ (৩৫), রায়হান (৩০), ফেরদৌসী (৩০), সুইটি (২২), আখি (২৫) সর্ব পিতা-রফিক গাজী, বিষ্ণুদী রোড, ১৫ নং ওয়ার্ড চাঁদপুর পৌরসভা এবং মিনু বেগম, স্বামী-রফিক গাজী (২য় স্ত্রী), জোৎসনা বেগম, স্বামী-রফিক গাজী (১ম স্ত্রী), রুনি বেগম, স্বামী-সোলেমান গাজী সহ আরো অনেকে পূর্ব পরিকল্পিতভাবে জীবনী বেগমের রিক্সা প্রতিরোধ করে সকলে মিলে এলোপাথারী কিল-ঘুষি, লাথি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা যখম করে।

অভিযোগে আরো উল্লেখ করা হয়, বিবাদীরা জীবনী বেগমের কানে থাকা ৮ আনা ওজনের দুল, যার মূল্য ২২,০০০/-(বাইশ হাজার) টাকা, গলায় থাকা ১ ভরি ওজনের চেইন, যার মূল্য ৪৪,০০০/-(চুয়াল্লিশ হাজার) টাকা এবং নগদ ব্যাংক থেকে উত্তোলনকৃত ১,৭৫,০০০/-(এক লক্ষ পঁচাত্তর হাজার) টাকা জোর পূর্বক ছিনিয়ে নিয়ে যায়।

জীবনী বেগমের ডাক চিৎকারে লোকজন ঘটনাস্থলে আসলে বিবাদীরা দ্রæত পালিয়ে যায়। এ সময় পথচারীরা জীবনী বেগমকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা করায়। বর্তমানে বাদী জীবনী বেগম ও তার পরিবারবর্গ বিবাদীদের হুমকিতে আতঙ্কগ্রস্ত অবস্থায় দিনাতিপাত করছে।

জানা যায়, উল্লেখিত বিবাদীদের কয়েকজনের বিরুদ্ধে মাদক, সন্ত্রাসী মামলা চাঁদপুর আদালতে বিচারাধীন রয়েছে। অভিযোগের ভিত্তিতে চাঁদপুর মডেল থানা পুলিশ ঐ দিন রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিবাদীদের বসতবাড়ীতে গিয়ে ঘটনার সত্যতা জানার চেষ্টা করলে বিবাদীদের কাহাকেও পাওয়া যায়নি বলে জানা যায়।

একই রকম খবর

Leave a Comment