স্টাফ রিপোর্টার ঃ চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভা গতকাল (১৭ মে )বৃস্পতিবার জেলা প্রশাসক মহোদয়ের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মোঃ শওকত ওসমান এর সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত হয় । সভায় চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মোঃ শওকত ওসমান তার বক্তব্যে বলেন, জেলা প্রশাসক মহোদয়ের সাথে পরামর্শ করে প্রতিবন্ধী বিদ্যালয়ের জন্য যা যা করণীয় জেলা প্রশাসন তাই করবে। বিশেষ প্রতিবন্ধী সকল শিক্ষার্থীদের জন্য আগামীতে পৌরসভার মাধ্যমে ভাতার ব্যবস্থা করা হবে । সেই সাথে বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের জন্য আবাসন কিংবা জায়গার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে । বিষয়টি নিয়ে জেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে । আশা করছি পর্যায়ক্রমে বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য সকুল সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে । চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রতীমা রানী ভৌমিকের পরিচালনায় সভায় অংশ নেন চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির প্রতিষ্ঠাতা সম্পাদক ও সদস্য অধ্যাপক ইসমাইল তপাদার কাঞ্চন, ব্যবস্থাপনা কমিটির সদস্য ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, সমাজ সেবা অফিসের প্রবেশন অফিসার ফারহানা আমিন ,সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান খান , সদস্য ব্যাংকার মোঃ মজিবুর রহমান, সদস্য মোঃ তাজুল ইসলাম মজুমদার, সিনিয়র সহকারী শিক্ষিকা বিচিত্রা সাহা ,সহকারী শিক্ষক মোরশেদ আলম খান প্রমুখ। এ সময় চাঁদপুর চেম্বারের সিনিয়র সহসভাপতি সুভাষ চন্দ্র রায় উপস্থিত ছিলেন । উল্লেখ্য বিদ্যালয়ের মোট ৬৮ জন শিক্ষার্থীর মধ্যে ৩৮জন শিক্ষার্থী ভাতার আওতায় আনা হয়েছে । বাকী ৩০ জন শিক্ষার্থী এখনোও ভাতা পায় না ।