প্রেস বিজ্ঞপ্তি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ১৫ আগষ্ট জাতিয় শোক দিবসে সালাম মঞ্জিল বিপনীবাগে অবস্থিত সুইড বাংলাদেশ চাঁদপুর শাখার বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে বিকেল ৪ ঘটিকায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া শেষে বঙ্গবন্ধুর আলোকিত জীবন নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় অংশ গ্রহন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিমা রানী ভৌমিক, শিক্ষিকা বিচিত্রা সাহা, আশেদা আক্তার, বীনা মজুমদার ও সহকারী শিক্ষক মোঃ মোরশেদ আলম খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর সরকারী কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ ও সুইড বাংলাদেশ চাঁদপুর শাখার প্রতিষ্ঠাতা বর্তমান নির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক মোঃ ইসমাইল তপাদার কাঞ্চন।
এছাড়া সকাল ৯ ঘটিকায় স্থানীয় প্রশাসনের সাথে যুক্ত হয়ে বিদ্যালয়ের নির্বাহী কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষিকা-কর্মচারী ও ছাত্র-ছাত্রী বৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন। পুস্পস্তবক অর্পন শেষে বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীরা সম্মিলিত র্যালিতে অংশ গ্রহন করেন।