স্টাফ রিপোর্টার : চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের চাঁদপুর সদর মঠখোলাস্থলে বাংলালিংক মোবাইল নেটওয়ার্ক টাওয়ারের একটি পিকআপ ভ্যান বেপোরোয়া গতিতে সিএনজি স্কুটারকে ধাক্কা দিয়ে স্কুটারে থাকা ৩জনকে আহত করেছে। এর মধ্যে একজনের অবস্থা আশংকাজনক । ঘটনাটি ঘটেছে গত ১৩ এপ্রিল রাত ১১টায়।
এসময় আহতদেরকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক গুরুত্বর আহত মো. কাদের গাজী (১৮) কে ঢাকা মেডিকেল কজেল হাসপাতালে রেফার করে। বর্তমানে গুরুত্বর আহত মো. কাদের গাজী (১৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীর রয়েছেন। বাকি ২ জন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এ ঘটনায় গুরুত্বর আহত মো. কাদের গাজী (১৮) এর চাচা মো. রহিম গাজী, পিতা মো. হাসেম গাজী, সাং শাহতলী, চাঁদপুর সদর। তিনি চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
বেপোরোয়া গতিতে আসা পিকআপ ভ্যানের মালিক হচ্ছেন, আলমগীর কাজী, পিতা, মৃত. আ: ছাত্তার কাজী, সাং পশ্চিম কুমারডুগী, থানা ও জেলা চাঁদপুর, সদর। পিকআপ ভ্যানের রেজি নং ঢাকা মেট্টো ঠ১৪-০৯৭৫।
ঘটনার সূত্রে জানা যায়, গত ১৩ এপ্রিল রাত ১১টায় শাহতলীর মো. কাদের গাজী (১৮)সিএনজি স্কুটারযোগে শাহতলী থেকে চাঁদপুর লঞ্চ ঘাট যাওয়ার পথে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের চাঁদপুর সদর মঠখোলাস্থলে আসলে বাংলালিংক মোবাইল নেটওয়ার্ক টাওয়ারের কাজ করে একটি পিকআপ ভ্যান বেপোরোয়া গতিতে আসে । এসময় অপর দিকথেকে আসা সিএনজি স্কুটারকে ধাক্কা দিলে স্কুটারে থাকা ৩জান আহত হন। তার মধ্য মো. কাদের গাজী (১৮ কে গুরুত্বর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে চিকিৎসক। কিন্তু এত বড় ধরনের দুর্ঘটনা হওয়া শর্তেও পিকআপ ভ্যানের মালিক কোন ক্ষতি পূরণ দিচ্ছে না ও খোজ খবরও নেয় না। বর্তমানে কাদের গাজী মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসা বাবদ মো. কাদের গাজীর কোন খোঁজ খবর না নেয়ায় চাঁদপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন তার পরিবার।