চাঁদপুর মডের থানার ওসি আব্দুর রশিদের প্রসংশনীয় উদ্যোগ

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর মডেল থানা ৮নং বাগাদী চৌরাস্তা জনবহুল ও গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে ইতিমধ্যে বেশ পরিচিত হয়ে উঠেছে।

তাছাড়া এ চৌরাস্তার মধ্য দিয়ে একটি গুরুত্বপূর্ণ হাইওয়ে সড়ক বয়ে যাওয়ার ফলে উক্ত স্থানে ছোট-বড় প্রায় দুই শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। ফলে শহরতলীর অন্যতম একটি ব্যবসায়ী জোন এবং জেলার গুরুত্বপূর্ণ একটি সংযোগস্থানে পরিণত হয়েছে।

ইতিমধ্যে উক্ত এলাকায় ছোটবড় মিলে কয়েকটি চুরি চিনতাই এবং অপ্রীতিকর ঘটনা ঘটেছে।

এই অবস্থায় উক্ত এলাকার ব্যবসায়ী ও এলাকাবাসী এলাকায় চুরি চিনতাই এবং অপ্রীতিকর ঘটনার স্থায়ী নিরাপত্তার দাবি জানিয়ে আসছিল।

কিন্তু পুলিশ প্রশাসনের স্বল্পতায় স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা করা সম্ভব নয় বিধায়, চাঁদপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রশিদ এর উদ্যোগে উক্ত এলাকায় ৩জন টইল বাহিনীর সদস্যের ব্যবস্থা করেন।এ ৩জন টইল বাহিনীর সদস্যের জন্য তিনি নিজ উদ্যোগে পোশাক, মোবাইল, লাঠি ও টর্চলাইটের ব্যবস্থা করেন।

গতকাল ৪এপ্রিল বাগাদী চৌরাস্তার বেশ কিছু ব্যবসায়ী ও উক্ত টইল বাহিনীর ৩সদস্যকে চাঁদপুর সদর মডেল থানায় ডেকে এনে আনুষ্ঠানিকভাবে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রশিদ টইল বাহিনীর তিন সদস্যের মাঝে পোশাকসহ আনুষঙ্গিক উপকরণ বিতরণ করেন।

এসময় ব্যবসায়ীদের সাথে পরিচয় করে দিয়ে বাহিনীর সদস্যদের সকল প্রকার সহযোগিতা করার জন্য অনুরোধ জানান।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রশিদের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান এবং উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।

একই রকম খবর