চাঁদপুর মডেল থানার আয়োজনে মতবিনিময়

স্টাফ রিপোর্টার : শারদীয় দূর্গা উৎসব সুষ্ঠু ও সুন্দর ভাবে অনুষ্ঠিত করার লক্ষ্যে চাঁদপুর মডেল থানার আয়োজনে এক মতবিনিময় সভা সদর মডেল থানার হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন। এসময় তিনি বলেন, দুর্গা উৎসব শুধু হিন্দুদের নয় সকলের উৎসব। শিক্ষা জীবনে আমরা বন্ধুদের সাথে দূর্গা উৎসবে ঘুরে আনন্দ করতাম।

এ সময় তিনি পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সার্বক্ষণিক স্বেচ্ছাসেবী নিয়োজিত রাখা সহ সার্বক্ষনিক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়ন থাকবে বলেও তিনি জানান।

এছাড়াও প্রত্যেকটি মণ্ডপে একজন পুলিশ অফিসার রাখাসহ, প্রত্যেকটি পুজা মণ্ডপে সিসি ক্যামেরা বাধ্যতামুলক থাকার উপর গুরুত্বআরপ করেন।

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদের সভাপতিত্বে ও সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধরের সঞ্চালনায় অন্যান্নর মধ্যে বক্তব্য রাখেন, জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি নরেন্দ্র নারায়ন চক্রবর্তী, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক গোপাল সাহা, চাঁদপুর সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুশীল সাহা, জেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক সুফি খাইরুল আলম খোকন, পৌর কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক জামাল উদ্দিন , পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল সাহা,প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন কান্তি বড়ুয়া, (ইন্টিলিজেন্ট) মোঃ অলি উল্লাহ, নতুন বাজার ফাঁড়ি ইনচার্জ মিন্টু দত্ত, পুরানবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সামছুল আলম।

মতবিনিময় সভায় শহর ও সদর উপজেলার প্রায় প্রতিটি পুজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ তাদের প্রতিনিধিরা অংশগ্রহন করেন।

একই রকম খবর