চাঁদপুর মডেল থানার আয়োজনে হামানকর্দ্দীতে জনসচেতনামূলক সমাবেশ

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের হামানকর্দ্দীর বেলতলীতে চাঁদপুর মডেল থানার আয়োজনে মাদক, জঙ্গীবাদ, ইভটিজিং নারী নির্যাতন, গুজবে কান না দেওয়াসহ জনসচেতনামূলক কার্যক্রম নিয়ে গত ১৪ জুলাই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে কক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিন ।

তিনি তাঁর বক্তব্যে বলেন, ছেলে ধরা গুজবে কেউ কান দিবেন না । কেউ আইন হাতে নিবেন না । কোন তথ্য থাকলে থানায় খবর দিন ।

তিনি আরো বলেন, মাদক জঙ্গীবাদ, ইভটিজিং নারী নির্যাতনের বিরুদ্ধে জনগণকে এগিয়ে আসতে হবে । মডেল থানার পুলিশ এ ব্যাপারে তৎপর । পুলিশকে সহযোগিতা করতে হবে ।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর মডেল থানার ওসি তদন্ত মো. হারুনুর রশিদ, ইউপি মেম্বার ফারুক সরকার , ইউপি মেম্বার বারেক খান , মৈশাদী ইউনিয়ন যুবলীগের আহবায়ক আজাদ খান, মৈশাদী ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মো: তারেক খানসহ স্থানীয় গন্যমান্যব্যক্তিবর্গ ।

একই রকম খবর