চাঁদপুর মডেল থানার এএসআই ইলিয়াছের বদলী

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর মডেল থানার এএসআই মোঃ ইলিয়াছ হোসাইনের বদলীজনিত বিদায় হয়েছে।

১৭ নভেম্বর শনিবার রাতে তাকে এ উপলক্ষে এক বিদায় সংবর্ধণা দেওয়া হয়।চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ নাসিম উদ্দিনের সভাপতিত্বে এবং এসআই পলাশ বড়ুয়ার পরিচালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন চাঁদপুর সদর মডেল থানার ইন্সপেক্টর(তদন্ত) মোহাম্মদ হারুনুর রশীদ, ইন্সপেক্টর(কমিউনিটি পুলিশিং এন্ড অপারেশন্স) মোঃ আবদুর রব, ইন্সপেক্টর (ইন্টিলিজেন্স) আবদুর রহিম, এস আই বিপ্লব চন্দ্র নাহা সহ অন্যান্যরা।

ঢাকা রেঞ্জে বদলী হওয়ার তার ভবিষ্যৎ কর্মসম্পাদনে সকলে তার সফলতা কামনা করেন।জানা যায়,২০১৬ সালের নভেম্বরে এএসআই পদে ইলিয়াছ হোসাইন চাঁদপুর সদর মডেল থানায় যোগদান করেন।এরপরই তিনি তার বিচক্ষণতায় তার ওপর অর্পিত দায়িত্ব সফলভাবে পালন করতে থাকেন।ব্যাক্তিজিবনে তিনি স্ত্রীসহ ২ কন্যা সন্তানের জনক।

একই রকম খবর