আহম্মদ উল্যাহ : চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওয়ালী উল্লাহ অলি পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে গ্রাম পুলিশ সদস্যর মধ্য বিভিন্ন নির্দেশনা মূলক ব্রিফিং প্রদান করেছেন।
সোমবার (২১ মে) মডেল থানা অফিস কার্যালয়ে তিনি তাদেরকে সাঁড়ি বদ্ধকরে নির্দেশনা মূলক ব্রিফিং প্রদান করেন।
চাঁদপুর মডেল থানা সূত্রে জানা যায়, পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এলাকায়র গ্রাম-মহল্লায় চুরি, ডাকাতি, মাদক বেচাবিক্রি ও বিভিন্ন অপরাধ মূলক কার্যক্রম সংগঠিত যোনো না হয়। সে লক্ষে চাঁদপুর জেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওয়ালী উল্যাহ অলি নির্দেশনা মূলক পরামর্শ এবং ব্রিফিং প্রদান করেন।