স্টাফ রিপোর্টার : চাঁদপুর মডেল থানার ইন্সপেক্টর তদন্ত সুজন কান্তি বড়ুয়ার বদলিজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। ইতোমধ্যে তিনি চাঁদপুর থেকে তার নতুন কর্মস্থল কক্সবাজারে যোগদানের জন্য রওয়ানা দিয়েছেন।
সুজন কান্তি বড়ুয়া তার ফেইজবুক আইডিতে আবেগঘনভাবে লিখেন ‘প্রিয় চাঁদপুরবাসী সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দীর্ঘ প্রায় ৩ বছর ৭ মাস চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার উঘারিয়া তদন্ত কেন্দ্র, হাইমচর থানার ইন্সপেক্টর তদন্ত, ওসি ডিবি এবং সর্বশেষ চাঁদপুর মডেল থানার ইন্সপেক্টর তদন্ত হিসেবে আমার সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে সেবা দেয়ার চেষ্টা করেছি। তদুপরি যে সকল কাজে আমি ব্যর্থ হয়েছি তার সকল দায়ভার আমার এবং যে সকল কাজে সফল হয়েছি তার সম্পূর্ণ কৃতিত্ব চাঁদপুরবাসীর বলে ধরে নেব।
চাঁদপুরে আমার এই ৪৩ মাসের কর্মজীবনে চাঁদপুরের সকল স্তরের জনগণ, রাজনৈতিক ব্যক্তিত্ব, সকল পুলিশ সদস্য এবং বিশেষ করে সাংবাদিকরা আমার পাশে ছিল। আমি আপনাদের ভালোবাসা আজীবন স্মরণ রাখবো। যদি আবার কখনো চাঁদপুরবাসীর সেবা করার সুযোগ পাই আমি আমার সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে আপনাদের অপূর্ণতাকে পূর্ণ করার চেষ্টা করব। আমার অজান্তে যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। আমার জন্য দোয়া করবেন যাতে আমার পরবর্তী পথ চলা সুন্দর হয়।
সুজন কান্তি বড়ুয়ার সাথে মোঠুফোনে কথা হলে তিনি বলেন কষ্ট হবে বলে কারো সাথে না বরে নতুন কর্মস্হল কক্সবাজার চরে এসেছি। আপনাদের ভালবাসার কথা চীরদিন স্মরনে থাকবে।’