চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে মঙ্গলবার (২৯ মে) হোসেনপুর সাকিনস্থ এলাকা থেকে ১শ’ গ্রাম গাঁজাসহ খোকন রবি দাসকে (২৮) আটক করা হয়েছে।
আটককৃত খোকন রবি দাস (২৮) দক্ষিণ আশিকাটি (গোলাপের পশ্চিম দিঘীর পাড়) এলাকার মৃত হীরা লাল রবি দাসের ছেলে।
থানা সূত্রে জানা যায়, চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম এর নির্দেশে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ওয়ালী উল্লাহ্’র নেতৃত্বে পরিদর্শক হারুন অর রশিদ ও এসআই মো. মফিজুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ চাঁদপুর সদর উপজেলার হোসেনপুর সাকিনস্থ হোসাইনপুর সিনিয়র আলিম মাদ্রাসার গেইটের সামনে রাস্তার উপর হইতে ১শ’ গ্রাম গাঁজাসহ আসামী খোকন রবি দাস (২৮) কে আটক করা হয়
তার বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়ছে।