স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরে ফুটপাত দখলমুক্ত অভিযান শুরু হয়েছে। শনিবার দুপুরে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এ অভিযানে নামে মডেল থানা পুলিশ ।
এ সময় অবৈধভাবে সড়ক দখল করে যানজট সৃষ্টি করায় ৪টি মোটরসাইকেল ও ৬ ব্যবসায়ীকে আটক করা হয়। আটক ব্যবসায়ীরা হলেন, আলামিন, আবুল খায়ের বেপারী, আব্দুর ছাত্তার গাজী, রাজু, ইউনূছ পাটওয়ারী ও মফিজ মিজি।
অভিযান বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ইন্সপেক্টর আব্দুর রব জানান, ঈদ কেন্দ্র করে শহরে যানজট নিরসন অভিযান শুরু করেছি। রাস্তার ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করায় ৬ ব্যবসায়ীকে আটক করা হয়। এছাড়া ৪টি মোটরসাইকেল রাস্তার ওপর অবৈধভাবে রাখায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আটক ৬ ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।
অভিযানে অংশ নেন চাঁদপুর সদর মডেল থানার এসআই মিরাজ, এএসআই শওকত, হোসেন, বশির ও স্পেশাল ফোর্স ।