স্টাফ রিপোর্টার : চাঁদপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে শনিবার (১৯ মে) দুপুর দেড়টায় শহরের কয়লার ঘাট থেকে ১জন মাদক বিক্রেতাকে আটক করেছে।
আটককৃত হচ্ছে, চাঁদপুর শহরের কয়লার ঘাট এলাকার মৃত খালেক শেখের ছেলে মোক্তার হোসেন (২৮)।
মডেল থানা সূত্রে জানা যায়, চাঁদপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে পুলিশ পরিদর্শক মো. মনির আহাম্মদ, এস আই অনুপ চক্রবর্ত্তী, এস আই (নিঃ) বিপ্লব চন্দ্র নাহাসহ চাঁদপুর শহরস্থ কয়লাঘাট এলাকা হইতে মাদক বিক্রেতা মোক্তার হোসেন (২৮) কে আটক করে।
এসময় তার কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাহার বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।