চাঁদপুর মহাশ্মশান বখাটে ও নেশা গ্রস্থদের আড্ডাস্থলে পুলিশের অভিযান

স্টাফ রিপোটার :চাঁদপুর মহাশ্মশান হিন্দু ধর্মাবলম্বীদের একমাত্র সৎকারের স্থান। এই মহাশ্মশানে হিন্দু ধর্মের তিনটি বড় মন্দির প্রতিষ্ঠিত।

দিনেও রাতে এই এই পবিত্র স্থানটিতে বখাটে যুবকরা নেশার স্বর্গরাজ্য হিসেবে গড়ে তুলেছে। শশ্মান কতৃপক্ষ চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবদুর রশিদ কে অবগত করলে তাৎক্ষনিক ব্যবস্হা গ্রহন করলে পুলিশ গতকাল মঙ্গলবার রাতে শশ্মানে অভিযান চালিয়ে ৫ মাদক সেবিকে আটক করেছে।

শশ্মানের এই মন্দির গুলোতে হিন্দু ধর্মের ভক্তরা পূজা অর্চনা করে থাকে। নেশা গ্রস্হদের কারণে ভক্তরা এখানে যাতায়াত করতে পারছে না। তারা শ্মশানে অবস্থান করে মাদক সেবনসহ বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত হয়েছে।

এসব নেশাগ্রস্তরা কিছুদিন পূর্বে মন্দিরের প্রণামির দান বাক্স ভেঙ্গে অর্থ লুট করে নিয়ে গেছে।চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রশিদকে অবগত করলে তিনি তাৎক্ষতি ব্যবস্থা গ্রহণ করেন। পুলিশ তাদের আটক করলে তারা আর এধরনের কাজ করবেন না বলে মুচলেকা দিলে ছেরে দেন। চাঁদপুর মডেল থানা পুলিশ চাঁদপুর মহাশশ্নানের এধরনের কর্মকান্ড জানতে পারলে সেখানে ছুটে যান।

পুলিশ চলে আসার পর নেশাগ্রস্তরা শ্মশানের দায়িত্বে থাকা কর্মচারীদের উপর অমানুষিক নির্যাতন চালানো হয়। এ ধরনের নির্যাতন সইতে না পেরে শ্মশানের দায়িত্বে থাকা কর্মচারীরা শ্মশানে কাজ করবে না বরে কতৃপক্ষকে জানিয়েছে।

শ্মশানে বখাটেদের হাত থেকে মহাশশ্মানের পবিত্রতা রক্ষা করা না গেলে চাঁদপুর মহাশশ্নান বড় সংকটের মুখে পরেছে।চাঁদপুর মহাশশ্মানের পবিত্রতা রকবষায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উদ্ধতন কর্মকর্তার স্হায়ী ব্যবস্হা প্রত্যাশা করে চাঁদপুর শশ্মান কতৃপক্ষ।

একই রকম খবর