চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উবিতে শিক্ষার্থীদের সাথে পুলিশের মুক্ত আলোচনা

ইব্রাহিম খান : চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে জেলার অন্যতম নারী বিদ্যাপীঠ মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ট্রাফিক আইন, ইভটিজিং ও সোশ্যাল মিডিয়া সম্পর্কে ছাত্রছাত্রীদের মাঝে সচেতনতা সৃষ্টিতে এই মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী।

তিনি বলেন, নতুন প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তোলতে বাংলাদেশ পুলিশ কাজ করে যাচ্ছে।কারন নতুন প্রজন্ম সুনাগরিক হলে আগামী দিনে দেশে অপরাধ প্রবনতা কমে আসবে। দেশ এগিয়ে যাবে পুলিশের কাজ সহজ হবে।

তিনি বলেন,তোমরা কোন সমস্যার সম্মূখিন হলে তার প্রতিবাদ করবে এবং সাথে সাথে ৯৯৯ নাম্বারে ফোন দিবে। কিন্তু তোমরা যদি প্রতিবাদ না কর তাহলে অন্যায়ের পরিমাণ আরো বেড়ে যাবে। ফেসবুকে যদি অপরিচিত কারো রিকুয়েষ্ট এক্সেপ্ট না করো তাহলে নিরাপদে ফেসবুক ব্যবহার করতে পারবে। তোমরা জান একটি শ্রেণি দেশে গুজব রটানোর চেষ্টা করছে। এ ধরনের গুজবে কোন ভাবেই কান দিবেনা। এধরনের গুজবে যারা লাইক কমেন্ট করবে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।

তিনি আরো বলেন, চাঁদপুর শহরে যে পরিমান রাস্তাঘাট তারচেয়ে কয়েকগুন বেশি যানবাহন রয়েছে। এজন্য যানজট কমানো সম্ভব হচ্ছে না। গতমাসে বিভিন্ন অপরাধে পুলিশ ১৫০০ মামলা করেছে। সবচেয়ে দুংখ্যজনক হলো আমাদের দেশে শিক্ষিত লোকেরাই সবচেয়ে বেশি ট্রাফিক আইন ভঙ্গকরে। কাজেই আইনের প্রয়োগের পাশাপাশি আমাদের সচেতন হতে হবে।

এসময় শিক্ষার্থীরা ট্রাফিক আইন, ইভটিজিং ও সোস্যাল মিডিয়া সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেন। পরে অতিরিক্ত পুলিশ সুপার সেসব প্রশ্নের উত্তর প্রদান করেন।

এসময় আরো বক্তব্যে রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রান কৃষ দেবনাথ, নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল মোস্তফা, এস আই ইসমাইল হোসাইন, সহকারী প্রধান শিক্ষক ফজলুল হক। এসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

একই রকম খবর