চাঁদপুর খবর রিপোর্ট : চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ আবদুল মান্নান সোমাবর (২৫ নভেম্বর) বিকালে ত্রি-নদীর মিলনস্থল চাঁদপুর মোলহেড পরিদর্শন করেছে। পরে তিনি মোলহেড পরিদর্শন শেষে রেলযোগে চাঁদপুর কোর্ট স্টেশনে নামেন এবং বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নেন।
এ সময় জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উপ-সচিব মোহাম্মদ শওকত ওসমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা,চাঁদপুর মডেল থানার পরিদর্শক আব্দুর রবসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।