চাঁদপুর মোলহেড পরিদর্শনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো: আবদুল মান্নান

চাঁদপুর খবর রিপোর্ট : চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ আবদুল মান্নান সোমাবর (২৫ নভেম্বর) বিকালে ত্রি-নদীর মিলনস্থল চাঁদপুর মোলহেড পরিদর্শন করেছে। পরে তিনি মোলহেড পরিদর্শন শেষে রেলযোগে চাঁদপুর কোর্ট স্টেশনে নামেন এবং বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নেন।

এ সময় জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উপ-সচিব মোহাম্মদ শওকত ওসমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা,চাঁদপুর মডেল থানার পরিদর্শক আব্দুর রবসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই রকম খবর