চাঁদপুর খবর রিপোর্ট : গতকাল বুধবার (৪ ডিসেম্বর) চাঁদপুর রেল স্টেশনে ধুমপান এবং বিনা টিকিটে রেল ভ্রমণ করার অপরাধে ৩ জনকে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ এবং ৪ জনকে রেলওয়ে আইন, ১৮৯০ অনুযায়ী জরিমানা করা হয়।
জরিমানা আদায় করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল ইসলাম। এসময় রেল স্টেশনে মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন না রাখার জন্য সবাইকে সতর্ক করা হয়। জনস্বার্থে এ অভিযান জেলা প্রশাসনের পক্ষ থেকে অব্যাহত থাকবে বলে জানানো হয়।