আহম্মদ উল্যাহ : আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নৌ-পথে যাত্রীদের নির্বিঘেœ চলাচল ও নৌ-নিরাত্তা নিশ্চিত করার লক্ষে মঙ্গলবার (৫ জুন) লঞ্চঘাট পরিদর্শন করেন জেলা প্রশাসন।
এসময় চাঁদপুর লঞ্চঘাটে লঞ্চমালিক, চালক, ইজারাদার, সিএনজি এবং টেম্পো মালিক ও চালক, কোষ্টগার্ড, নৌ পুলিশ, স্কাউট, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বন্দর কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস, বিআরটিএ ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সমন্বয়ে সচেতনতামূলক সভা করা অনুষ্ঠিত হয়।
চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমানের নির্দেশে সরেজমিনে লঞ্চঘাটের সার্বিক ব্যবস্থাপনা মনিটরিং করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লা আল মাহমুদ জামান। এসময় তাদেরকে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করা হয়।
এসময় সাথে ছিলেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটোয়ারী দুলাল।
আসন্ন ঈদে সম্মানিত যাত্রী সাধারণের নির্বিঘœ যাতায়াত ও নৌ নিরাপত্তা নিশ্চিত করতে সকলের প্রতি অনুরোদ জানিয়েছে চাঁদপুর জেলা প্রশাসন।