চাঁদপুর-লাকসাম রুটে ডেম্যু ট্রেন চলাচল শুরু

স্টাফ রিপোর্টার : চাঁদপুর-কুমিল্লা রেলপথে কমিউটার (ডেম্যু) ট্রেন চলাচল শুরু হচ্ছে। জানা গেছে ,বাংলাদেশ রেলওয়ের ডিজির হস্তক্ষেপে পুনরায় এ রুটে ডেম্যু ট্রেন চালু হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত করেছে ।

রেলসূত্রে জানা যায়, ১ জুলাই সকাল ৭টায় ট্রেনটি লাকসাম থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং চাঁদপুর থেকে সকাল ৯টায় লাকসামের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

এ ব্যাপারে চাঁদপুর (বড়) স্টেশনের মাস্টার জাফর আলম জানান, ট্রেনটি চলাচল করবে শুরু হয়েছে। ট্রেনটি চাঁদপুর-লাকসাম-নোয়াখালি রুটে চলাচল করছে। তিনি আরো জানান, সকালে ট্রেনটি চলাচল করবে। বিকেলে চলবে না।

এদিকে গত ২৪ জুন দৈনিক চাঁদপুর খবর পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে চাঁদপুর-লাকসাম রুটে চলাচলকারী একমাত্র লোকাল ট্রেন ডেম্যু ট্রেনটি বন্ধ রয়েছে। এসময় সংবাদ প্রকাশের পরে ফের চালু হয়েছে ট্রেনটি।

গত পুরো রমজান মাস এমনকি ঈদের সময়ও ট্রেটি চলাচল বন্ধ ছিলো। এতে করে এ রূটে যাতায়াতকারী সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। চাঁদপুর সদর উপজেলার মৈশাদী, শাহতলী, মধুরোড ছাড়াও হাজীগঞ্জ, বলাখাল, শাহরাস্তি, ওয়ারুক, মেহের ও চিতোষী স্টেশন থেকে যে হাজার হাজার যাত্রী এ ট্রেনে যাতায়াত করতো, তারা চরম বিপাকে পড়েছে।

বিশেষ করে এ রূটে চাঁদপুর সরকারি কলেজ, মহিলা কলেজসহ হাসান আলী, মাতৃপীঠ স্কুল কলেজের শিক্ষার্থীরাও আসা যাওয়া করতো। ট্রেনটি চলাচল বন্ধ থাকার কারণে শিক্ষার্থীরাও আসা যাওয়া করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

যান্ত্রিক ত্রুটির কারণে ডেম্যু ট্রেনটি লাকসাম থেকেই বন্ধ আছে। ঈদের আগে প্রায় দেড় মাস বন্ধ থাকার পর ঈদের পর ১০ জুন একদিন লাকসাম থেকে চাঁদপুর এসে ফিরতি যাবার পর আর আসে না।

একই রকম খবর