স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা লিগ্যাল এইড কমিটির ১৫৯ তম মাসিক সভা সোমবার (২৮ মে) বিকেলে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে ।
সভায় জেলা ও দায়রা জজ এবং লিগ্যাল এইড কমিটির সভাপতি মোঃ জুলফিকার আলী খাঁন তার বক্তব্যে বলেন , প্রত্যেক মানুষই ন্যায্য বিচার পাওয়ার অধিকার রয়েছে। এটি তার মৌলিক অধিকারে অংশ। পিছিয়ে পড়া মানুষের আইনগত সহায়তা প্রদান করে দেয়া এর উদ্দেশ্য ।
তিনি আরো বলেন , রাষ্ট্রের সহায়তায় নিম্ম আয়ের মানুষের আইনি সুযোগ করে দেয়া ও সুযোগ গ্রহণে আইনজীবী, বিচারকসহ সকল শ্রেনী পেশার মানুষের গুরুত্বপূর্ন ভূমিকা রাখতে হবে।
সভাপতি আরো বলেন ,‘চাঁদপুরে তৃণমূলে তথা প্রত্যেকটি ইউনিয়নে জনপ্রতিনিধিদের সহায়তা নিয়ে বিনামূল্যে লিগ্যাল এইড সম্পর্কিত তথ্য উপস্থাপন করে ইউনিয়ন বোর্ড চত্ত¡র কিংবা অধিক জনসমাগমস্থলে বিলবোর্ড স্থাপনের উদ্যোগ নিতে হবে। এছাড়া স্থানীয় মিডিয়া তথা পত্রিকাগুলো এবং ক্যাবল নেটওয়াকে জনস্বার্থ প্রচারে আরো এগিয়ে আসার আহবান জানান তিনি ।
তিনি গত ২৮ এপ্রিল লিগ্যাল এইড দিবসটি পালনে সহযোগিতা করার জন্য জেলা পরিষদ , আইনজীবী সমিতি , চাঁদপুর প্রেস ক্লাব ও সাংবাদিকদের ধন্যবাদ জানান ।
জেলা সহকারি জর্জ ও লিগ্যাল এইড অফিসার শুভা চক্রবর্তীর সঞ্চলনায় বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক (জেলা জজ) আব্দুল মান্নন , অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান ,অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড.আব্দল লতিফ শেখ, সাধারণ সম্পাদক অ্যাড.আব্দুল্লাহ আল মামুন, পিপি অ্যাড. আমানউল্লাহ,জিপি অ্যাড. রুহল আমিন সরকার, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোযারী প্রমুখ ।এসময় উপস্থিত ছিলেন বিচার বিভাগের বিচারকগণ ও সদস্যবৃন্দ।
সভায় বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।এদিকে সভার শুরুতে চাঁদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে জলা ও দায়রা জজ এবং লিগ্যাল এইড কমিটির সভাপতি মোঃ জুলফিকার আলী খাঁনকে ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোযারী।