চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী বলেছেন, বর্তমান সময়ে ট্রাফিক আইন, ইভটিজিং ও সোশাল মিডিয়া’র নিরাপদ ব্যবহার সম্পর্কে শিক্ষার্থীরা জানে না। বর্তমান যুব সমাজ সোশার মিডিয়া (ফেসবুক) অপব্যবহার করছে। এ অপব্যবহার থেকে শিক্ষার্থীদেরকে সচেতন হতে হবে। পাশা পাশি মাদক, জঙ্গীবাদ, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার করতে হবে।
বুধবার (১০ জুলাই) বেলা ১২ টায় চাঁদপুর লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ে চাঁদপুর জেলা পুলিশের ব্যতিক্রমধর্মী আয়োজন শিক্ষার্থীদের সচেতন করতে “ট্রাফিক আইন, ইভটিজিং ও সোশাল মিডিয়া’র নিরাপদ ব্যবহার সম্পর্কে মুক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
ট্রাফিক আইন, ইভটিজিং ও সোশাল মিডিয়া’র নিরাপদ ব্যবহার সম্পর্কে ছাত্র-ছাত্রীদের সচেতন করতে চাঁদপুর জেলা পুলিশ বিভিন্ন সামাজিক প্রোগ্রাম হাতে নিয়েছে। সেই লক্ষ্যে চাঁদপুর পৌর এলাকায় অবস্থিত বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীদের সাথে শুরু হয়েছে মুক্ত আলোচনা ।
ব্যতিক্রমধর্মী এই আয়োজনে সপ্তাহের একেক দিন একটি নির্দিষ্ট সময়ে প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকদের সহায়তায় স্কুলের সর্বোচ্চ সংখ্যক ছাত্র-ছাত্রীদের সাথে উন্মুক্ত আলোচনা করছেন জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাগণ।
এসময় আরো বক্তব্য রাখেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ, মোঃ নাসিম উদ্দিন, ট্রাফিক ইন্সপেক্টর ইসরাফিল, চাঁদপুর লেডী প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদা ইয়াসমিন প্রমুখ।
অত্যন্ত প্রাণবন্ত পরিবেশে ট্রাফিক আইন, ইভটিজিং ও সোশাল মিডিয়ার নিরাপদ ব্যবহার নিয়ে প্রায় ৩’শ জন ছাত্রীকে সচেতন ও উদ্বুদ্ধ করেছে পুলিশ।
এভাবেই নতুন প্রজন্ম ধীরে ধীরে সুশৃঙ্খল ও সুনাগরিক হিসেবে গড়ে উঠবে বলে আশা করছেন অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ পারভেজ চৌধুরী।