চাঁদপুর শহরের লবণের দাম বৃদ্ধি গুজবের বিরুদ্ধে অভিযান

চাঁদপুর খবর রিপোর্ট : বাজারে লবণের দাম বৃদ্ধি গুজবের জের ধরে গত ১৯ নভেম্বর বিকাল থেকে জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খানের নেতৃত্বে রাত ৯ঃ৩০ অবধি চাঁদপুর শহরের বিপণিবাগ, নতুন বাজার ও পাল বাজারে ব্যাপক অভিযান চালানো হয়।

এ সময় তিন ব্যবসায়ীকে মূল্য তালিকা না থাকায় ৫০০০, ৫০০০ও ৪০০০ টাকা করে জরিমানা করা হয়। জরিমানা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম, ইমরান-মাহমুদ-ডালিম ও সেলিনা আক্তার।

পরে আরো তিন ব্যবসায়ী কে অনিয়ম ও জালিয়াতির অভিযোগে তাদেরকে মুচলেকা নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তির জিম্মায় ছেড়ে দেওয়া হয় এবং ভবিষ্যতে এমন কাজ করলে আইনের আওতায় এনে কঠিন শাস্তি ভোগ করতে হবে বলে কঠোরভাবে হুশিয়ারি করা হয়।

এ অভিযানে আমাদের সাহায্য করেন জেলা মার্কেটিং অফিসার, এজিএম বিসিক,জেলা পুলিশ বাহিনীর সদস্য ও অন্যান্য। জনস্বার্থে জেলা প্রশাসনের পক্ষ থেকে এমন অভিযান অব্যাহত থাকবে।

একই রকম খবর