স্টাফ রিপোর্টার : করোনা পরস্থিতিতে চাঁদপুর শহরে স্বাস্থ্যবিধি সঠিক ভাবে না মানার কারণে ৫ জনকে ৩ হাজার ৪শ’ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৫ জুলাই) বিকালে ভ্রামমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছামিউল ইসলাম।
নিবার্হী ম্যাজিস্ট্রেট ছামিউল ইসলাম জানান, করোনা ভাইরাস সংক্রমন দ্রুত বৃদ্ধির কারনে চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে স্বাস্থ্য বিধি সঠিকভাবে না মানায় ৫ জন কে ৩ হাজার ৪শ’ টাকা জরিমানা করা হয়। জেলাপ্রশাসকের নিদের্শে, অসহায় ও গরীব মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় সার্বিকভাবে সহযোগিতা করেন কুমিল্লা ক্যান্টনমেন্টের কর্মরত, চাঁদপুরে দায়িত্বরত সেনাবাহিনীর অফিসার ও সেনা সদস্যবৃন্দ।