স্টাফ রিপোর্টার ॥ পঁচা বাসি খাবার বিক্রি ও নোংরা পরিবেশ থাকায় চাঁদপুর শহরের প্রাণকেন্দ্রের চাইনিজ রেষ্টুরেন্টসহ ৩ খাবার হোটেলকে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার (১০ জুন) বিকাল ৫টা থেকে ৬টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান। জানা গেছে,চাঁদপুর জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমানের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয় ।
চাঁদপুর জেলা মার্কেটিং অফিসার এন.এম. রেজাউল ইসলাম জানান, নোংরা পরিবেশ ও পঁচা ও বাশি খাবার বিক্রির কারণে প্রথমেই শহরের কালী বাড়ী এলাকার ঢাকা হোটেলকে ৬হাজার, চাঁদপুর হোটেলকে ৪ হাজার ও শহরের হাজী মহসিন রোডস্থ রেডসিলি চাইনিজ এন্ড রেস্টুরেন্টকে ২হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান বলেন, খাদ্যের গুনগত মান ও ভোক্তা অধিকার রক্ষায় পুরো রমজান মাসেই জেলা প্রশাসন ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেছেন। আজ ৩ খাবার প্রতিষ্ঠানকে জরিমানা এবং বাকী কয়েকটি প্রতিষ্ঠানকে মৌখিকভাবে সতর্ক করে দেয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।