চাঁদপুর শহর সংরক্ষণ প্রকল্প সম্ভবতা সমীক্ষার বিষয়ে মতবিনিময়

ইব্রাহিম খান : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশের বিভিন্ন স্থানে বর্ষা বিভিন্ন চেহারা নিয়ে আসলেও চাঁদপুরে আসে বিভীষিকাময় চেহারা নিয়ে। ভাঙন শুরু হলে নদী প্রতিরক্ষার জন্য প্রস্তুতিরও সময় দেয় না। আমি জনপ্রতিনিধি হিসেবে বলতে চাই এখন থেকেই শহর রক্ষা বাঁধের কাজ শুরু করতে হবে।

গতকাল মঙ্গলবার সকালে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে পরামর্শক প্রতিষ্ঠান আইডাব্লিউএম ও সিইজিআইএস

কর্তৃক আয়োজিত চাঁদপুর শহর সংরক্ষণ প্রকল্পের পুনর্বাসনের লক্ষে বিস্তারিত সমীক্ষা শীর্ষক মতবিনিময় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গত কয়েক বছরের ভাঙনের সময় দিন ও রাতে প্রশাসনের লোকদেরকে নদী পাহারা দিতে হয়েছে। ওইসব মুহুর্তে ঠিক করে শ্রমিকও পাওয়া যায় না। সাড়ে ৩ হাজার কোটি টাকার প্রকল্প পাস হওয়ার আগেই শহরকে রক্ষা করতে হবে। সমীক্ষা রিপোর্টসহ যাবতীয় কাজ শেষ হতে সময় লাগবে। আমি মনে করি ইতোমধ্যে দেশের অন্য যেসব স্থানে নদী ভাঙন রোধে কাজ শুরু হয়েছে, তার চাইতে চাঁদপুরে আগে কাজ শুরু করা প্রয়োজন ছিল।

চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে কর্মশালায় অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। বিশেষ অতিথি বক্তব্য রাখেন মহাপরিচালক বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ফজলুল রশিদ, বাপাউবো অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা নকশা ও গবেষণা)ড.জিয়া উদ্দিন বেগ, অতিরিক্ত মহাপরিচালক (পূর্বাঞ্চল) মাহবুবুর রহমান, বাপাউবো কুমিল্লা প্রধান প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান,বাসাবো প্রধান প্রকৌশলী (পুর:)ড.শ্যামল চন্দ্র দাসসহ পানি উন্নয়ন বোর্ড ও বিআইডব্লিউটিএর কর্মকর্তাবৃন্দ।

চাঁদপুর শহর সংরক্ষণ প্রকল্পের বিষয়ে সমীক্ষা প্রতিবেদন উপস্থাপন করেন সিইজিআইএস এর নদী প্রকৌশল বিভাগের পরিচালক সরোয়ার জাহান ও ইঞ্জিনিয়ার মোতালেব হোসেন।কর্মশালায় পানি উন্নয়ন বোর্ডসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।

একই রকম খবর