প্রেস বিজ্ঞপ্তি : দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো: আবদুর রহমানকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সম্পাদক আবদুর রহমান। জিডি নং ৮৭৬ তারিখ ১৮ এপ্রিল ২০১৯ইং।
জিডি সূত্রে জানা যায়, দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকায় ভারপ্রাপ্ত সম্পাদক পদে কর্মরত রফিকুল ইসলাম মিয়াজী পত্রিকার আর্থিক ক্ষতিসহ চরম স্বার্থ রিরোধী কাজে লিপ্ত থাকায় গত ৫ এপ্রিল ২০১৯ইং থেকে তাকে উক্ত পত্রিকা থেকে অব্যাহতি দিয়ে পত্রিকার প্রিন্টার্স লাইন থেকে তার নাম বাদ দেয়া হয়।
এতে ক্ষিপ্ত হয়ে রফিকুল ইসলাম মিয়াজী দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার যুগ্ম সম্পাদক মাওলানা সাইফুল্লাহ ও বার্তা সম্পাদক সাখাওয়াত হোসেন সুমনসহ অন্যান্যদের মাধ্যমে দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আবদুর রহমানকে প্রাণনাশের হুমকিসহ বিভিন্নভাবে ক্ষতিসাধন করার হুমকি দিচ্ছে।