স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলায় নিবন্ধিত জেলেদের বিকল্প আয় বর্ধনমূলক কাজের উপকরণ হিসেবে ছাগল বিতরণ করা হয়েছে। বৃহত্তর কুমিলা জেলায় মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় এ ছাগল বিতরণ করা হয়। গতকাল ২৪জুন দুপুরে জেলা প্রানী সম্পদ কার্যালয়ের প্রাঙ্গনে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে এ ছাগল বিতরণ করা হয়।
বিকল্প আয় বর্ধনমূলক কাজের উপকরণ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাসুদুল হাছান ।
বিকল্প আয় বর্ধনমূলক কাজের উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা ।এতে ৭০ জন নিবন্ধিত জেলেদের মাঝে ১শ ৪০টি ছাগল বিতরণ করেন অতিথিবৃন্দ।
এসময় ১৪নং রাজরাজেশ্বর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ হযরত আলী বেপারীসহ জেলা মৎসজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।