চাঁদপুর সদরে বিনামূল্যে আমন ধান বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

স্টাফ রিপোর্টার : ২০২১-২২ অর্থ বছরে খরিপ মৌসুমে আমন ধানের উফসী জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য কৃষি পূর্নবাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধান বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

৪ জুলাই সোমবার চাঁদপুর সদর উপজেলা পরিষদ ও উপজেলা কৃষি অফিসের বাস্তবায়নে কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধান বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম নাজিম দেওয়ান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হযরত আলী বেপারী, মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম পাটওয়ারীসহ সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ।
এদিন প্রায় ৭০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধান বীজ ও সার বিতরণ করা হয়।

একই রকম খবর